আগামীকাল থেকে বেরোবিতে ঈদ-উল-আজহার ছুটি শুরু
বেরোবি প্রতিনিধি : মুুসলমানদের পবিত্র ধর্মীয় উৎসব ঈদ-উল আজহা উপলক্ষে আগামীকাল মঙ্গলবার থেকে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ডায়েরী ও জনসংযোগ সূত্রে এ তথ্য জানা গেছে।
জনসংযোগ কর্মকর্তা মো. আরিফুল ইসলাম জানান, আগামীকাল মঙ্গলবার (২৯ আগষ্ট) থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত একাডেমিক এবং ৩০ আগষ্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ থাকবে।
ছাত্রদের শহীদ মুখতার ইলাহী ও ছাত্রীদের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল আগামী বুধবার (৩০ আগষ্ট) থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে হল দুটির প্রভোস্ট।
পবিত্র ঈদের ছুটি শেষে আগামী ৭ সেপ্টেম্বর থেকে প্রশাসনিক কার্যক্রম ও শিক্ষার্থীদের দুটি হল এবং দুইদিন সাপ্তাহিক ছুটি থাকায় ১০ সেপ্টেম্বর একাডেমিক সকল ক্লাস-পরীক্ষা চলবে।
বিশ্ববিদ্যালয়ের ছেলেদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল বন্ধের ব্যাপারে আজ সোমবার সিদ্ধান্ত জানা যাবে। তবে এটিও বন্ধ ঘোষণা করা হতে পারে অনানুষ্ঠিকভাবে জানিয়েছেন হলটির প্রভোস্ট তাবিউর রহমান প্রধান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন