আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে- মোতাহার হোসেন এমপি

আগামী জাতীয় সংসদ নির্বাচন জানুয়ারী মাসে অনুষ্ঠিত হবে। সকল ভেদাভেদ ভূলে গিয়ে এবারের নির্বাচনে আবারো নৌকাকে বিজয়ী করতে হবে্।
রোববার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়ন পরিষদে ৮ ধরনের ত্রান সামগ্রী বিতরণকালে লালমনিরহাট-১(হাতীবান্ধা -পাটগ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাহার হোসেন এ কথা বলেন।
তিনি এসময় গড্ডিমারী ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী ৫ শ’ পরিবারের মাঝে ৮ ধরনের ত্রান সামগ্রী বিতরণ করেন। গড্ডিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামলের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন হাতীবান্ধা থানার ওসি শাহা আলম, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খাদেমুল মোস্তফা বসুনিয়া, গড্ডিমারী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এলিজা বেগম প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন

















