আগুন নেভাতে হাত বাড়িয়েছেন সাধারণ মানুষও
রাজধানীর বনানীতে এফআর টাওয়ার নামের একটি বহুতল ভবনে বড় ধরনের অগ্নিকাণ্ড নেভাতে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ করছে। ভয়াবহতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে।
ইতিমধ্যে উদ্ধার কাজে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনীও। এতে উদ্ধারকর্মীদের সহায়তা করতে হাত বাড়িয়েছেন ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষও। তারা সেখানে স্বেচ্ছাসেবীর ভূমিকা রাখছেন।
আসপাশের এলাকায় পানির সন্ধান করা, পাইপ টেনে নিয়ে যাওয়ায় দমকর্মীদের সঙ্গে ব্যস্ত হয়ে পড়তে দেখা গেছে অসংখ্য মানুষকে।
দুপুর ২টার দিকে ভেতর থেকে একজন নারী ফেসবুক লাইভে এসে তাদেরকে বাঁচানোর আকুতি জানান। ভিডিওতে শোনা যায় এক নারীর কণ্ঠ। তিনি বারবার বলছেন, আমাদের জন্য সিঁড়ি পাঠানোর ব্যবস্থা করেন। নাহলে ধোঁয়ায় আমরা মারা যাবো।
পরে বিমান বাহিনীর হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছায়। ভবনসহ আশপাশের এলাকায় চক্কর দিতে দেখা গেছে একটি হেলিকপ্টারকে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন