আছিয়া হত্যাকারীদের বিচারের দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে মানববন্ধন

মাগুরায় ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া শিশু আছিয়ার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকালে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পুর উদ্যোগে পৌর শহরের উত্তর বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে আছিয়া হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পৌর শহরে বিক্ষোভ মিছিল বের করে যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। বিক্ষোভ মিছিলে ‘আছিয়া, আছিয়া’ স্লোগানে রাজপথ প্রকম্পিত হয়ে উঠে।
কর্মসূচি থেকে যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা ২১ দিনের মধ্যে ধর্ষণের বিচার কার্যকর করার দাবি জানানো হয়।

গৌরীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান রাহাত বলেন,‘ ছোট্ট আছিয়া তার বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়। ধর্ষিতা বোনটি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজ না ফেরার দেশে চলে গেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ধর্ষণে অভিযুক্ত চারজনকে গ্রেফতার করেছেন। আমার সুষ্ঠু তদন্ত ও বিচার কার্যক্রমের মধ্য দিয়ে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।

ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণেই সমাজে ধর্ষণ সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েই চলছে। মাসের পর মাস বছরের পর বছর চলে যায় ধর্ষণের শিকার পরিবার সুষ্ঠু বিচার পায় না। আজকে আমার বোন আছিয়া ধর্ষণের শিকার হয়ে না ফেরার দেশে চলে গেছেন।

ধর্ষকরা আছিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। এটা একটা হত্যাকাণ্ড। আমরা আছিয়া ধর্ষণ সহ সকল ধর্ষণের বিচার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ২১ দিনের মধ্যে কার্যকর করার দাবি জানাচ্ছি।

কর্মসূচিতে বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য আনোয়ার হোসেন, মজিবুর রহমান, যুবদল নেতা হান্নান তালুকদার, শিপন মিয়া, জহিরুল ইসলাম রমজান, সোহাগ মিয়া, আল-আমিন, আনিসুর রহমান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান রাহাত, পৌর ছাত্রদলের সদস্য শাহীনুল হক হৃদয়, মোস্তাকিম বাবু, শাকিল মিয়া।

সুব্রত সরকার, রাকিব ভূঁইয়া পৌর ছাত্রদলের সাবেক সহসভাপতি আনোয়ার হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ, মোস্তাফিজুর রহমান পিপুল, মইলাকান্দা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রমুখ।