আজও মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন তারেক
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের দ্বিতীয় দিনের মতো সাক্ষাৎকার শুরু হয়েছে। সোমবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হচ্ছে। জানা গেছে, সাক্ষাৎকার অনুষ্ঠানে লন্ডন থেকে স্কাইপিতে আজও যুক্ত হয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং- এর সদস্য শামসুদ্দিন দিদার বলেন, ‘আজকে বরিশাল বিভাগের ছয় জেলার ২১টি সংসদীয় আসন এবং খুলনা বিভাগের ১০ জেলার ৩৬টি আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে।’
জানা গেছে, বিএনপির মনোনয়ন বোর্ডে দলের স্থায়ী কমিটির পাশাপাশি, লন্ডনে থেকে স্কাইপিতে আজও যুক্ত হয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তবে এবিষয়ে জানতে চাইলে শামসুদ্দিন দিদার বলেন, ‘আমি এ বিষয়ে আমি কিছু জানি না ।’
প্রসঙ্গত, রবিবার (১৮ নভেম্বর) প্রথম দিনে রংপুর বিভাগের ৩৩ আসনে ১৫৮ জন, রাজশাহী বিভাগের ৪১ আসনে ৩৬৮ জন মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার নিয়েছে বিএনপির মনোনয়ন বোর্ড।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে ৪ হাজার ৫৮০ জন মনোনয়ন প্রত্যাশী বিএনপির ফরম সংগ্রহ করেছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন