আজ আইপিএলের নিলাম
এপ্রিলে বসতে যাওয়া আইপিএল ২০১৯ আসরে কে কোন দলের জার্সি গায়ে তুলবে, তার নিষ্পত্তি হয়ে যাবে আজ। পিংকসিটি খ্যাত জয়পুরে বাংলাদেশ সময় মঙ্গলবার (১৮ ডিসেম্বর) বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে এবারের নিলাম।
দুই দিনের লম্বা সময়ের পরিবর্তে এবার একদিনেই চুকে যাবে দল সাজানোর কাজ। নিলাম পরিচালনাকারীর নামেও আসছে পরিবর্তন। রিচার্ড মেডলে’র বদলে এবছর আট ফ্র্যাঞ্চাইজির মাঝে দর কষাকষিতে মধ্যস্থতা করবেন হিউ এডমেডস।
ব্যাটসম্যান, বোলার আর অলরাউন্ডার-তিনটি পর্বে সম্পন্ন হবে ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা এই ফ্র্যাঞ্চাইজি লিগের এবারের নিলাম। ২২৮ জন দেশি আর ১২২ জন বিদেশি ক্রিকেটার মিলিয়ে তালিকায় এবার থাকছে ৩৫০ জন ক্রিকেটারের নাম। বাংলাদেশ থেকে উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম এবং অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ আছেন আইপিএলের এবারের নিলামে।
নিলাম অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ওয়ান ও স্টার স্পোর্টস ওয়ান এইচডি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন