আট ম্যাচ নিষিদ্ধ অস্কার
অখেলোয়াড়সুলভ আচরণের জন্য ব্রাজিলিয়ান মিডফিল্ডার অস্কারকে আট ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। গত রবিবার চাইনিজ সুপার লিগে শাংহাই এসআইপিজি ও গুয়াংজু আর অ্যান্ড এফের মধ্যকার ম্যাচের প্রথমার্ধের শেষ মুহূর্তে ঘটনাটি ঘটে।
অস্কারের বাড়িয়ে দেওয়া বল থেকে ম্যাচে সমতা ফেরান সতীর্থ হাল্ক। গোলটি অফসাইডে ছিল বলে ম্যাচ অফিসিয়ালকের কাছে গুয়াংজুর খেলোয়াড়রা অভিযোগ করে।
খেলা আবার শুরু হলে অস্কার ইচ্ছাকৃতভাবে গুয়াংজুর দুই খেলোয়াড়ের গায়ে বল মারেন। এ নিয়ে বেঁধে যায় হট্টগোল। অস্কারকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেন প্রতিপক্ষের এক খেলোয়াড়। ঘটনায় জড়িত থাকায় দুই দলের দুজনকে লাল কার্ড দেখান রেফারি।
ম্যাচ শেষে রেফারির প্রতিবেদন, ভিডিও রেকর্ড ও সংশ্লিষ্টদের লিখিত ব্যাখ্যার প্রেক্ষিতে অস্কারকে শাস্তি দেয় চাইনিজ ফুটবল কর্তৃপক্ষ। আট ম্যাচে নিষিদ্ধ করার পাশাপাশি প্রায় ছয় হাজার মার্কিন ডলার জরিমানাও করা হয়েছে এই মিডফিল্ডারকে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন