আতঙ্কে রাজধানীর বিমানবন্দর সড়ক ফাঁকা
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায় ঘিরে বৃহস্পতিবার ঢাকাসহ সারা দেশ নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিশৃঙ্খলার আশঙ্কায় বিজিবি মোতায়েন করা হয়েছে। এর পরও জনমনে আতঙ্ক বিরাজ করছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায় কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা এড়াতে চলছে যানবাহনে তল্লাশি। ফলে রাজধানীর প্রায় সব রাস্তায় গণপরিবহন চলাচল একেবারেই কমে গেছে। এসব পরিবহনে যাত্রীর সংখ্যাও রয়েছে কম।
সকাল থেকে রাজধানীর ব্যস্ততম বিমানবন্দর সড়কেও সীমিত আকারে যানবাহনের চলাচল করছে। সিটি সার্ভিস চললেও দূরপাল্লার গাড়ি রাস্তায় নেই বললেই চলে। ফলে কোনো বাসস্ট্যান্ডে অন্যদিনের মতো জটলা নেই।
বাসস্ট্যান্ডের নিকটস্থ চা-সিগারেটের দোকানগুলোতেও কাউকে ৫/৭ মিনিটের বেশি সময় বসতে বা দাঁড়াতে দেয়া হচ্ছে না।
বিশ্বরোডে দাঁড়িয়ে থাকা অফিসগামী যাত্রী আশরাফ জানান, নতুনবাজারে নিজ কর্মস্থলে যাব। দুয়েকটি গাড়ি চলছে, যাত্রীও অনেক কম। অথচ এখানে দাঁড়িয়ে থাকব তারও উপায় নেই।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন