আত্মহত্যার মিছিলে মাহমুদউল্লাহও!

* লিটন ১০৪ রানে ব্যাট করছেন। সঙ্গে সৌম্য মাত্র ব্যাটিংয়ে নামলেন। লিটন ১১টি চার ও ২টি ছক্কা মেরেছেন।

* ওপেন করতে নেমে ৫৯ বলে ৩২ করে কেদার যাবদকে উইকেট দিয়েছেন মেহেদী মিরাজ। মিরাজ ক্যারিয়ারে প্রথম ওপেন করতে নামলেন। ওপেনিংয়ে ১২০ রানের জুটি, ভারতের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ।

* দারুণ শুরুর পর বাংলাদেশের ইনিংসে ধস। ৩১ রানের মধ্যে মিরাজ ছাড়াও ফিরেছেন ইমরুল (২), মুশফিক (৫), মিঠুন (২) ও মাহমুদউল্লাহ। । দুটি উইকেট কেদার যাদবের। একটি করে উইকেট নিয়েছেন চাহাল ও কুলদীপ। মিঠুন রানআউট।

* ৩৩ বলে ফিফটি লিটন দাসের। ৫২ রানে তাঁর ক্যাচ ফেলেছেন যুজবেন্দ্র চাহাল। ক্যারিয়ারের প্রথম ফিফটিকেই সেঞ্চুরিতে নিয়ে যাওয়া দ্বিতীয় বাংলাদেশি। টুর্নামেন্ট ফাইনালে সেঞ্চুুরি করা প্রথম বাংলাদেশি ব্যাটসম্যানও লিটন।

* ১১ ইনিংস পর উদ্বোধনী জুটিতে ৫০ পেরোল বাংলাদেশ। ২৬ ইনিংস পর পেরোল ১০০। সর্বশেষ ২০১৬ সালে শতরানের উদ্বোধনী জুটি হয়েছিল। বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে ১৬তম শতরানের জুটি।

* এশিয়া কাপে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী জুটি। ২০১৪ এশিয়া কাপে এনামুল হক ও ইমরুল কায়েসের জুটি তুলেছিল ১৫০ রান।

* দলে একটি পরিবর্তন। মুমিনুল হকের জায়গায় ফিরেছেন বাঁ হাতি স্পিনার নাজমুল ইসলাম।

* ভারতের বিপক্ষে এর আগে দুবার কোনো টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়ে প্রতিবারই হেরেছে বাংলাদেশ। এই এশিয়া কাপেই গত টুর্নামেন্টের ফাইনালে ভারতের কাছে হেরেছিল মাশরাফির দল।

বাংলাদেশ দল: লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), নাজমুল ইসলাম, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।