আনন্দ উৎসাহ উদ্দীপনায় ডিমলায় বিজয় দিবস পালিত
হামিদা আক্তার, নীলফামারী থেকে : ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে নীলফামারীর ডিমলায় শনিবার দিনব্যপী যথাযোগ্য মর্যাদায় ও ব্যাপক আনন্দ উৎসাহ উদ্দীপনায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে সূর্য্য উদয়ের সাথে ৩১ বার তোপরধ্বনীর মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধেও স্মৃতি সৌধ ”স্মৃতি অ¤øান”চত্তরে পূষ্পমাল্য অর্পণ ও দোয়া শেষে সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্তরে নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাজমুন নাহারের সভাপতিত্বে মহান বিজয় দিবস উৎযানে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন, ফেসটুন ও শান্তির পায়রা উড়িয়ে পবিত্র কোরআন থেকে তেলোআত শেষে দিনের কর্মসুচি শুরু হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়শা সিদ্দিকা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোয়াজ্জেম হোসেন, ওসি তদন্ত মফিজ উদ্দিন শেখ, সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার সামছুল হক, সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার প্রমুখ। মহান বিজয় দিবসে স্মৃতি অ¤øানে পুস্পমাল্য অর্পন শেষে অনুষ্ঠানে অংশ গ্রহণ করে ১০ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাগণ, রাজনৈতিক ও সামাজিক সংগঠন, এনজিও, থানা পুলিশ, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, আনছার বাহিনী, স্কার্উস, গার্লস গাইড, স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের সন্মিলিত কুচকাওয়াজ ও শিশু-কিশোরদের শারীরিক ডিসপ্লে প্রর্দশন করা হয়। মহান বিজয় দিবসে উপজেলা প্রশাসনের পক্ষে বীর মুক্তিযোদ্ধা ও পরিবারবর্গের সংবর্ধনা ও মুক্তিযোদ্ধাদে যুদ্ধের সময় বিভিন্ন দিক তুলে ধুরে আলোচনা সভায় বক্তৃতা করেন উপস্থিত বীরমুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন