আনুশকার কোলেই ঘুমিয়ে পড়ল ধাওয়ান-পুত্র
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/12/kohli-anuska-ll-20171223221023.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
দিল্লিতে হয়ে গেল বিরাট কোহলি-আনুশকা শর্মার প্রথম রিসেপশন। এখন মুম্বাইয়ে দ্বিতীয় রিসেপশন হবে ২৬ ডিসেম্বর। বৃহস্পতিবার দিল্লির রিসেপশনে ছিল আলোর রোশনাই, আবহে কখনও ভাংড়া, কখনও দেশী ডিজে মিউজিক৷ এটাই ছিল বিরুশকার রিসেপশনের চেনা ছবি। সঙ্গে হইহুল্লোড়, ড্যান্স ফ্লোরে অতিথি থেকে নবদম্পতির কোমড় দোলানো। নাচ-গান-হুল্লোড়ের মাঝে ক্লান্ত হয়ে আনুশকার কোলে ঠাঁই হয় শিখর ধাওয়ানের পুত্র জোরাভরের।
এরপর বাঁ-হাতি ওপেনারের সুপুত্র যা করলেন ছবি দেখলে আপনি চমকে যেতে বাধ্য। আনুশকার কোলকে ‘কোলবালিশ’ বানিয়ে একেবারের ঘুমের দেশে পাড়ি দিলেন খুদে জোরাভর। মুহূর্তেই সেটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল।
কোহলি-আনুশকার ভক্তরা এই ছবি দেখে টুইট করেছেন, ‘বেবি বিরুশকার অপেক্ষায় কাউন্টডাউন শুরু হয়ে গেল, এখন বেবি জোরাভার দিয়েই কাজ চালিয়ে নেওয়া যাক।’
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন