আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষ্যে (টিআইবি)’র সচেতনামূলক ক্যাম্পেইন

“জীবাশ্ম জ্বালানিকে না বলুন” ক্লিন এনার্জি টেকসই ভবিষ্যৎ স্লোগানে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস ২০২৫” উপলক্ষে সচেতনামূলক ক্যাম্পেইনের অংশ হিসেবে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সচেতন নাগরিক কমিটি (সনাক), এর উদ্যোগে ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র এর নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটির রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি বাঞ্চিতা চাকমা, সহ-সভাপতি এস এম মঈনুদ্দিন, সদস্য অঞ্জলিকা খীসা, সদস্য সাগরিকা চাকমা, সদস্য রাজীব চাকমা।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে আন্তর্জাতিক গ্রিন এনার্জি খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে জ্বালানি ব্যবহার করি তার ৯৫% জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানি হচ্ছে বিভিন্ন বৃক্ষ, লতা,পাতা এগুলো হাজার হাজার বছর ধরে কোন প্রাকৃতিক বিপর্যয়ের ফলে মাটির নিচে চাপা পড়ে সেখান থেকে তেল, গ্যাস উৎপন্ন হয়। যেটার পরিমাণ সীমিত।

জীবাশ্ম জ্বালানিটা যদি আমরা ব্যবহার করি সেটা একসময় ফুরিয়ে যাবে। জীবাশ্ম জ্বালানি ব্যবহারে আমাদের নির্ভরযোগ্যতা কমাতে হবে।