আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের ঋণ নেবো, তবে কঠিন শর্ত নয়: কাদের
আইএমএফের ঋণ নেবো, তবে কঠিন শর্ত নয়: কাদের
বাংলাদেশ সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ নেবে। কিন্তু কঠিন শর্ত দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না বলে জানিয়েছন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার (৯ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ওবায়দুল কাদের এ কথা জানান।
তিনি বলেন, আমরা ঋণ নেবো, তবে কঠিন শর্ত মেনে নেব না। যেটা যৌক্তিক সেটাই হবে।
পদ্মাসেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী সিদ্ধান্ত উল্লেখ করে কাদের বলেন, এক সঙ্গে ১০০ সেতু উদ্বোধন দক্ষিণ এশিয়া আগে হয়েছে বলে মনে হয় না।
এসময় দলের গঠনতন্ত্রে বড়ো পরিবর্তন আসছে জানিয়ে কাদের বলেন, সাব কমিটিও গঠন হয়েছে। গঠনতন্ত্র সংশোধনের লক্ষ্যে কাজ চলছে।
কাদের জানান, দলের জাতীয় সম্মেলন ২৪ ডিসেম্বর, একদিনেই হবে। বৈশ্বিক সঙ্কটের কারণে সম্মেলন এবার কম জাঁকজমক হবে।
আরও পড়ুন: সাফ জয়ীদের ৫ লাখ টাকা করে উপহার দিলেন প্রধানমন্ত্রী
তিনি বলেন, ১২ তারিখের সরকারি অনুষ্ঠানের পরই অসমাপ্ত জেলা সম্মেলন জাতীয় সম্মেলনে আগে শেষ করবো।
অর্থনৈতিক সঙ্কট মোকাবেলায় সরকার চেষ্টা করে যাচ্ছে উল্লেখ করে কাদের বলেন, আমাদের অন্যদের চেয়ে সস্তিতে আছি।
এ সময় বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির আন্দোলনের মূল লক্ষ্য সঙ্কট থেকে বের হয়ে আসা হয়। বরং রাজনৈতিকভাবে ক্ষমতায় যাওয়াই তাদের লক্ষ্য।
তিনি বলেন, গণতন্ত্র বিকাশমান প্রক্রিয়া। ভুলত্রুটি সংশোধনের চেষ্টাও আমাদের আছে। বর্তমান কমিশন আজিজ মার্কা নয়। আইনিভাবে কমিশন কাজ করবে।
তিনি প্রশ্ন রাখেন- এই কমিশনের অধীনে নির্বাচনে অংশ নিতে বিএনপির আপত্তি, ভয় কোথায়?
বিএনপি তত্বাবধায়ক ছাড়া নির্বাচনে যাবে না বললেও শেষ পর্যন্ত নির্বাচনে আসবে বলেও মন্তব্য করেন তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন