আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে যোগ দিতে চীন যাচ্ছেন যবিপ্রবি কোষাধ্যক্ষ

চীনের অষ্টম আন্তর্জাতিক ইংরেজি শিক্ষা সম্মেলনে ফিচার স্পিকার হিসেবে যোগ দিতে আট দিনের জন্য চীন সফরে যাচ্ছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন।

বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সিনিয়র সহকারী সচিব এ. এস.এম কাশেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

অষ্টম গ্লোবাল ইংলিশ এডুকেশন চায়না অ্যাসেম্বলি এবং বেল্ট অ্যান্ড রোড ফোরাম ফর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার কোলাবোরেশন সম্মেলনটি আগামী ২২-২৭ জুলাই, ২০২৫ তারিখে চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত হবে। এ সম্মেলনের অতিথি বক্তা হিসেবে যোগ দিতে আগামীকাল (২২ ফেব্রুয়ারি) দেশ ছাড়বেন ড. হোসেন আল মামুন।

উল্লেখ্য, চায়না ডেইলি এবং সাংহাই ইন্টারন্যাশনাল স্টাডিজ ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনটি এশিয়ার সবচেয়ে প্রভাবশালী ভাষা শিক্ষা সম্মেলন গুলোর মধ্যে একটি। এই সম্মেলনের লক্ষ্য হলো, ইংরেজি শিক্ষার ক্ষেত্রে চীন এবং অন্যান্য দেশের মধ্যে যোগাযোগ এবং সহযোগিতা জোরদার করা, চীনে ইংরেজি শিক্ষার উপর বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি প্রদান করা এবং বিশ্বব্যাপী ইংরেজি শিক্ষার জন্য চীনা জ্ঞান থেকে অন্তর্দৃষ্টি প্রদান করা।

চীনা এই সম্মেলনটি সাত বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে, যার প্রতিটিতে বিশ্বজুড়ে হাজার হাজার ইংরেজি শিক্ষক অংশগ্রহণ করেছেন।

এখানে অংশগ্রহণকারীরা তাদের জ্ঞান এবং দক্ষতা একে অপারের সাথে ভাগ করে নেন, সফল অনুশীলন এবং গবেষণা সম্পর্কে শেখেন এবং বিভিন্ন ক্ষেত্রে এর প্রভাব নিয়ে আলোচনা করেন। এই অনুষ্ঠানে মূল বক্তৃতা, বিশেষ বক্তৃতা, প্যানেল, কর্মশালা, পোস্টার উপস্থাপনা এবং সাম্প্রতিক লেখা, অডিওভিজ্যুয়াল এবং অন্যান্য উপকরণ সহ প্রদর্শনী অন্তর্ভুক্ত থাকে।