আন্দোলনে নিহত আসিফের কবর জিয়ারত করেন ছাত্রদলের শাহিন ইসলাম
কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীর উত্তরায় গুলিতে নিহত হন নর্দান ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আসিফ হাসান।
শুক্রবার (১ নভেম্বর) রাতে নিহত আসিফ হাসানের কবর জিয়ারত করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাতক্ষীরা শহর শাখার সদস্য সচিব মোঃ শাহিন ইসলামসহ নেতৃবৃন্দ।
দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আস্কারপুর গ্রামে আসিফ হাসানের বাড়িতে গিয়ে তার কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তারা। এসময় তার মা কেদে কেদে বলেন, তোমরা সবাই আমার আসিফের মত কিন্তু আসিফ কে আমি ভুলতে পারছিনা”।
এসময় উপস্থিত ছিলেন ছাত্রদলের শহর শাখার যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল আমিন, আহবায়ক সদস্য আরিফ, সাতক্ষীরা সদর থানা ছাত্রদলের আহ্বায়ক সদস্য সাইফুল ইসলাম,শান্ত, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাসুদ, সাতক্ষীরা মিশন মাদ্রাসা ছাত্রদলের হাফেজ আমিনুর রহমান, সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের আরাফাত, সাতক্ষীরা আব্দুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের রাকিব।
সাতক্ষীরা শহীদ সৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের রিয়াদ, সাতক্ষীরা সদর বল্লী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক খালিদ হাসান, ২ নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি নাদিম হোসেন, সিনিয়র সহ সভাপতি বিল্লাল, ৫ নং ওয়ার্ড ছাত্রদলের রাকিব, আরিফ, ৮নং ওয়ার্ড ছাত্রদল ফয়ছাল প্রমুখ।দোয়া পরিচালনা করেন সাতক্ষীরা পৌর ১ নং ওয়ার্ড যুবদলের সাধারন সম্পাদক সাইফুল্লাহ আল কাফি।
গত ১৮ জুলাই রাজধানীর উত্তরায় কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন আসিফ হাসান। আসিফ দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আস্কারপুর গ্রামের মাহমুদ আলম গাজীর ছেলে ও নর্দান ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন