‘আপনি আওয়ামী লীগের প্রধান নির্বাচন কমিশনার’
প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) উদ্দেশ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আপনি দেশের প্রধান নির্বাচন কমিশনার নন, আপনি আওয়ামী লীগের প্রধান নির্বাচন কমিশনার।’
আজ বুধবার কুমিল্লায় ধর্মসাগরের দক্ষিণ পাড়ে বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। এর আগে কুমিল্লার এক আদালতে করা এক নাশকতার মামলায় হাজিরা দেন তিনি। চৌদ্দগ্রামে যাত্রীবাহী একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় আটজন নিহত হয়। ওই মামলায় হাজিরা দেন তিনি।
নির্বাচন কমিশনের উদ্দেশে রুহুল কবির রিজভী বলেন, ‘নিশ্চয়ই দেশবাসীর মনে একটা বড় প্রশ্ন দেখা দিয়েছে যে আপনার অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া অত্যন্ত কঠিন ব্যাপার এবং আপনার অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। যাই হোক আপনি সে পথেই হাঁটার চেষ্টা করছেন।’
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরো বলেন, ‘জনগণ চাচ্ছে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। বিএনপি সহায়ক সরকারের কথা বলছে। সহায়ক সরকার অবশ্যই নিরপেক্ষ সরকার হবে।’ তিনি আরো বলেন, ‘আপনার মেয়াদ পাঁচ বছরের জন্য। আপনি সাংবিধানিক পদে আছেন। দেশের যে আইন সে আইনে আপনার যথেষ্ট ক্ষমতা দেওয়া আছে। একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য জনগণ কী চায়, রাজনৈতিক দলগুলো কী চায় সেটি গ্রহণ করে তো আপনি সরকারকে বলবেন।’
সম্প্রতি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন সফর প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, ‘ওনারা কোথা থেকে এ তথ্য পেয়েছেন যে বেগম জিয়া আসবেন না। দলের পক্ষ থেকে বলা হয়েছে উনি চিকিৎসার জন্য গিয়েছেন। এ বিভ্রান্তি তাঁরা ছড়াচ্ছেন কেন? এটা তাঁদের রাজনৈতিক উদ্দেশ্য। দেশের মধ্যে তাঁদের যে ব্যর্থতা, এগুলোকে আড়াল রাখার জন্যই এ সমস্ত কথাগুলো বলে বেড়ান। এটা যদি কানাঘুষা হতো তাহলেও তো একটা কথা ছিল। কেউ বলেনি। গণমাধ্যমে বা অন্যান্য রাজনৈতিক দল কেউ বলছে না। কিন্তু সরকার কীভাবে জানল যে উনি আসবেন না?’
রিজভী আরো বলেন, ‘দেশে আজ ১৮ লাখ মানুষ চিকুনগুনিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা, তার পরেও এটাকে সরকার মহামারী বলবে না। কারণ এটা বললে তাদের ওপর অপবাদ চলে আসে। মশা নিধনে লক্ষ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে আর সেই টাকা লুটপাট হয়ে যাচ্ছে।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন