আপনি বাড়ির পেছনের বিশাল অজগর সাপটি দেখতে পাচ্ছেন কি?
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে এক বাড়ির পেছনের বাগানে বিশাল এক অজগর সাপ চলে আসে। আর বাড়ির লোকজন সে সাপ দেখে স্নেক ক্যাচারদের খবর দেয়। শুধু তাই নয়, বিশাল সে সাপটির ছবিও তুলে রাখে তারা।
অনলাইনে পোস্ট করা ছবিটিতে বিশাল সে সাপটিকে দেখা যায়না বললেই চলে। কারণ সেখানে একটি বাড়ির নিখুঁত বাগান, গাছপালা, হাঁটার জায়গা, বেড়া, পাইপ ইত্যাদি সবই দেখা যাচ্ছে। কিন্তু সাপটি কোথায়? এটি ছিল অনেকের প্রশ্ন।
এ প্রশ্নের জবাবে ছবিটি আরেকটু জুম করে দেখতে হয়। এ সময় বাগানের ডান পাশের বেড়ার ওপরের ঝোপগুলোও দেখিয়ে দেওয়া হয়। কিন্তু অজগর সাপের দেহের নকশা এমন যে, তা গাছের ভেতরেও ঠিকমতো দেখা যাচ্ছিল না। এ কারণে ছবিটি আরও জুম করা হয়। বড় করে দেখার পর সাপটি স্পষ্ট হয়।
এতে বিশাল সাপটির সঙ্গে বাগানের মিশে যাওয়ার দৃশ্য স্পষ্ট হয়।
যে সাপটি সে বাগানে দেখা যায়, তার নাম কোস্টাল কার্পেট পাইথুন। এটি নির্বিষ সাপ। সাধারণত এ ধরনের সাপ সাত ফুটের মতো লম্বা হয়। এটি ইঁদুর, পাখি ও ব্যাং খায়।
এরপর সাপ ধরার পেশাদার ব্যক্তিদের খবর দেওয়া হয়। তারা এসে সাপটি দরে নিয়ে যায়। তারা জানায়, এ ধরনের অজগর সাপ সাধারণত বাড়ির ছাদ, দেয়াল ইত্যাদি স্থানে লুকিয়ে থাকে। সূত্র : ডেইলি মেইল
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন