আপিলে খালেদাকে মোকাবেলায় প্রস্তুত দুদক
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৫ বছরের সাজার বিরুদ্ধে আপিলের শুনানিতে বিরোধিতা করতে দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রস্তুত বলে জানিয়েছেন সংস্থাটির আইনজীবী খুরশীদ আলম খান। তিনি বলেছেন, ‘আমরা আপিলে মোকাবেলা করবো। সর্বত্মাকভাবে আমরা প্রস্তুত।’
খালেদা জিয়ার করা আপিল আবেদনের ওপর শুনানির দিন ধার্য করার পর মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের এ কথা জানান দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।
তিনি আরও বলেন, আজকে বেগম খালেদা জিয়া একটি আপিল দাখিল করেছেন। বুধবার যেহেতু বন্ধ, পরশু দিন শুনানির জন্য তালিকায় আনতে আবেদন করেছেন। আদালত তাদের আবেদন গ্রহণ করেছেন। আগামী বৃহস্পতিবার আপিলের গ্রহণযোগ্যতার ওপর শুনানির জন্য তালিকায় আসবে। তারা এ মামলায় দুর্নীতি দমন কমিশনকে পক্ষ করেছেন। যদিও আমরা এখনো তাদের দরখাস্তের কোনো কপি পাইনি। আমরা আপিলে মোকাবেলা করবো। সর্বত্মাকভাবে আমরা প্রস্তুত।’
আদালতে খালেদার আবেদনের বিরোধিতা করেছেন কি-না এ প্রশ্নের জবাবে দুদক আইনজীবী বলেন, ‘না, আমাদের পক্ষ থেকে বিরোধিতা করা হয়নি। তবে অ্যাটর্নি জেনারেল বলেছেন, অনেক বড় রায়, অনেক পৃষ্ঠা এটা পড়তে সময় লাগবে। এটা আগামী রোববার দেন। মাননীয় আদালত তখন বলেছেন, যেহেতু দুর্নীতি মামলাগুলো সপ্তাহে দুদিন শুনি বুধ ও বৃহস্পতিবার। যেহেতু এটা অটোমেটিক্যালি বৃহস্পতিবার চলে যাচ্ছে সে হিসেবে সেদিনই আসবে। অ্যাটর্নি জেনারেলও তখন বিরোধিতা করেননি। আমরা সর্বত্মাকভাবে প্রস্তুত আছি।’
খালেদা জিয়ার সাজা বৃদ্ধি চেয়ে আপনারা আপিল করবেন কি-না জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে কমিশন কোনো সিদ্ধান্ত হয়নি। এটার সিদ্ধান্ত নেবে কমিশন। কমিশনও আমাদের সেটা জানায়নি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন