আফগানিস্তানে বিমান হামলায় ১৩ তালেবান জঙ্গি নিহত
আফগানিস্তানে একটি তালেবান ঘাঁটিতে সরকারি বাহিনীর বিমান হামলায় ১৩ জঙ্গি নিহত হয়েছে বলে জানানো হয়েছে। রবিবার দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ কুন্দুজের খান আবাদ জেলায় এ হামলা চালানো হয় বলে জানিয়েছেন প্রাদেশিক সেনা কর্মকর্তা আব্দুল খলিল।
এ ব্যাপারে বার্তা সংস্থা সিনহুয়াকে খলিল বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সরকারি বাহিনী ভোরে জেলার বান্দার-ই-শোরাব এলাকায় তালেবনাদের জমায়েত লক্ষ্য করে বিমান হামলা চালায়। এতে ঘটনাস্থলেই ১৩ বিদ্রোহী নিহত ও অপর তিন জন আহত হয়েছে।
এদিকে, গত দুই দিনে খান আবাদ জেলায় সরকারি বাহিনীর সাথে লড়াইয়ে অন্তত ৩০ তালেবান জঙ্গি নিহত হয়েছে বলে জানা গেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন