আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণে নিহত ৫, আহত অর্ধশতাধিক

আফগানিস্তানের মাজার-ই-শরীফের সেহ ডেকান মসজিদে বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার এ ঘটনায় আহত হয়েছেন ৫০ জনেরও বেশি।
আফগানিস্তানের টোলো নিউজ অনলাইনের বরাত দিয়ে চীনের সিজিটিএন এ খবর জানিয়েছে। বিস্ফোরণে আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।
এক তালেবান কমান্ডার জানান, যে মসজিদটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেটিতে সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের লোকজন নামাজ পড়েন।
মাজার-ই-শরীফে তালেবান কমান্ডারের মুখপাত্র মোহাম্মদ আসিফ ওয়াজেরি বার্তাসংস্থা রয়টার্সকে জানান, শিয়া মসজিদে ওই বিস্ফোরণে ২০ জনের বেশি হতাহত হয়েছেন।
তবে প্রাদেশিক স্বাস্থ্য বিভাগের মুখপাত্র জিয়া জেনদানি বলেন, বিস্ফোরণে অন্তত ৫ জন নিহত হয়েছেন; আহত হয়েছেন ৫০ জনের বেশি।
তাৎক্ষণিকভাবে এ হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে সন্দেহের তীর আইএসকেপির (ইসলামিক স্ট্যাট অব খোরাসান প্রোভিন্স) দিকে।
এ হামলার ঘটনার দুইদিন আগেই আফগানিস্তানের রাজধানী কাবুলের পশ্চিমে একটি মাধ্যমিক বিদ্যালয়ে বোমা হামলায় অন্তত ৬ জন নিহত হন। ওই ঘটনায় আহত হয়েছেন ১১ জন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন