আফগানিস্তান থেকে কূটনৈতিক মিশন সরিয়ে পাকিস্তানে নিয়েছে ইন্দোনেশিয়া
আফগানিস্তান থেকে নিজেদের কূটনৈতিক মিশন সরিয়ে পাকিস্তানের নিয়েছে ইন্দোনেশিয়া। গত রোববার কাবুল দখল করে তালেবান যোদ্ধারা। এরপর থেকেই দেশটিতে অস্থিরতা বিরাজ করছে। তারপরেই কূটনৈতিক মিশন থেকে নিজেদের কর্মীদের সরিয়ে নেয় ইন্দোনেশিয়া।
শনিবার ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেটনো মারসুদি এ কথা জানান।
তিনি রাজধানী জার্কাতায় এক অনুষ্ঠানে বলেন, অস্থায়ীভাবে ইন্দোনেশিয়ার কূটনৈতিক মিশন কাবুলের পরিবর্তে ইসলামাবাদ থেকে কার্যক্রম পরিচালনা করবে।
তিনি বলেন, একটি ছোট দল নিয়ে কাবুলে আমাদের কূটনৈতিক মিশন চালিয়ে যাওয়ার প্রাথমিক পরিকল্পনা ছিল। কিন্তু আফগানিস্তানের নতুন পরিস্থিতির কারণে সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। তবে কূটনৈতিক মিশন সরিয়ে নেওয়ার নির্দিষ্ট কোনো কারণ জানাননি তিনি। এছাড়া সাংবাদিকদের কোনো প্রশ্ন করারও সুযোগ দেননি।
সূত্র: রয়টার্স
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন