আফসান আলম-এর কবিতা

সঙ্গী-সখা
আফসান আলম


একলা মানুষ জন্ম নেয়
একলা মানুষ মরে যায়
মরলে মানুষ মাটি হয়
কবি মরে কবিতায়
মাঝে কিছু সঙ্গ মেলেই
তবু সঙ্গী বলে কেউ নাই।

কবি মরে কবিতায়
আমিও মরতে চাই কবিতায়।
অর্ধমৃত দেহ হয়ে ভাসতে চাই
শব্দ চয়ন আর ছন্দ পতনের খেয়ায়
যার কোনো সঙ্গী নাই।

ফের বলছি শোনো,
সে সঙ্গ খোঁজে কাব্যগাথায়
মৃত্যু আঁকে সাদা পাতায়
শেষে সব ফেলে রেখে যায়।

হিসেব সহজ, জটিল কোনো বাক্য নয়
তার কোথাও কোনো সঙ্গী নাই
কারো কোথাও কোনো সঙ্গী নাই!