আফিফ-মিরাজের রেকর্ড
সপ্তম উইকেটের জুটিতে রেকর্ড গড়েছেন আফিফ হোসেন ও মেহেদি হাসান মিরাজ। দুজনে যোগ করেন ১৪০ রান। ওয়ানডে ইতিহাসে সপ্তম উইকেটে বাংলাদেশের এটি সর্বোচ্চ জুটি। এর আগে ১২৭ রান ছিল ইমরুল কায়েস-সাইফ উদ্দিনের। তারা ২০১৮ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে এই জুটি গড়েছিলেন।
আজ তাদের পেরিয়ে গেছেন আফিফ-মিরাজ। এ ছাড়া বিশ্বে এটি দ্বিতীয় সর্বোচ্চ জুটি। এর উপরে আছে একটি জুটি। জস বাটলার-আদিল রশিদ ১৭৭ রান করেছিলেন ২০১৫ সালে, নিউ জিল্যান্ডের বিপক্ষে। দুজনের এই জুটিতে জয় দেখছে বাংলাদেশ।
দশম ওভারে মুজিব দিয়েছেন ২ রান। ১০ ওভারে ৩২ রানে ১ উইকেট তার। ফারুকির প্রথম তিন বলে এসেছে তিন সিঙ্গেল। তাতেই সপ্তম উইকেট জুটিতে বাংলাদেশের সবচেয়ে বড় জুটির রেকর্ড গড়েন আফিফ ও মিরাজ। ওভারে তৃতীয় সিঙ্গেলেই দুজনের জুটিটা হয়ে গেছে ১৩৬ রানের।
বাংলাদেশের স্কোর ৪৬ ওভারে ৬ উইকেট হারিয়ে দুইশ রান। জয়ের আর মাত্র দরকার ১৬ রান। আফিফ ৮৩ আর মিরাজ ৭২ রানে অপরাজিত।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন