আফ্রিকান ইউনিয়নে সুদানের সদস্যপদ স্থগিত
বেসামরিক কর্তৃপক্ষের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবিতে বিক্ষোভরত জনগণের উপর শক্তি প্রয়োগে সুদানের সদস্য পদ স্থগিত করেছে আফ্রিকান ইউনিয়ন (এইউ)। বিক্ষোভের মুখে গত এপ্রিলে প্রেসিডেন্ট ওমর আল বশিরকে সরিয়ে দেয় সেনাবাহিনী। তবে এরপরও বিক্ষোভ চলমান থাকে। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান না হওয়ায় মঙ্গলবার বিক্ষোভকারীদের উপর গুলি চালায় সরকারি বাহিনী।
ক্ষমতা হস্তান্তরে চলমান সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আরও কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দিয়েছে সংস্থাটি। খবর বিবিসির।
ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় বৃহস্পতিবার এইউ’র পাঁচ ঘণ্টার জরুরি বৈঠক শেষে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত হয়। সংস্থাটির অফিসিয়াল টুইটার পেজে বলা হয়, এইউর পিস এন্ড সিকিউরিটি কমিটি তাৎক্ষণিকভাবে সুদানের সদস্য পদ স্থগিত করছে। বেসামরিক কর্তৃপক্ষের হাতে ক্ষমতা হস্তান্তরে সৃষ্ট সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এইউ’র সব কমিটিতে নিষিদ্ধ থাকবে সুদান।
গত ১১ এপ্রিল প্রেসিডেন্ট বশিরের বিদায়ের পর ক্ষমতায় রয়েছে দেশটির সেনা কাউন্সিল। বেসামরিক সরকার গঠনে দুই পক্ষের মধ্যে কয়েক দফায় আলোচনাও হয়। তবে সোমবার সেনা কাউন্সিল আলোচনার মাধ্যমে পূর্বে গৃহীত সকল সিদ্ধান্ত বাতিল ঘোষণা করে। এরপরই বিক্ষোভকারীদের উপর এই শক্তি প্রয়োগের ঘটনা ঘটে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন