আবারও ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে সৌদি জোট
দু’দিনের যুদ্ধ বিরতির পর ইয়েমেনের হোদাইদা শহরে বিদ্রোহীদের ওপর বিমান হামলা চালিয়েছে সৌদি-আমিরাত জোট।
খাদ্য ও চিকিৎসা সরঞ্জামের জন্য ইয়েমেনের প্রধান বন্দর হোদাইদাহ। এটি হুথিদের থেকে পুনরায় দখলে নিতে সৌদি-আমিরাত জোট এ হামলা চালায়। জাতিসংঘ বলছে ইয়েমেন যুদ্ধে সাড়ে ৮লাখ মানুষ দুভিক্ষের মধ্যে রয়েছে।
সর্বশেষ চলতি বছরের সেপ্টেম্বরেও হুতিরা উপস্থিত না হওয়ায় শান্তি আলোচনার একটি উদ্যোগ ভেস্তে গিয়েছিল। তারপর থেকেই জাতিসংঘের ইয়েমেন বিষয়ক বিশেষ দূত মার্টিন গ্রিফিথ যুদ্ধরত গোষ্ঠীগুলোকে আলোচনার টেবিলে নিয়ে আসতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
২০১৪ সালে হুতিরা ইয়েমেনের পশ্চিমা সমর্থিত সরকারকে উৎখাত করলে পরের বছর সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত নেতৃত্বাধীন ‘আরব সুন্নি মুসলিম জোট’ ইয়েমেনের গৃহযুদ্ধে হস্তক্ষেপ করে।
রয়টার্স জানায়, রিয়াদ ও তেহরানের মধ্যে চলা এ ‘প্রক্সি ওয়ারে’ সৌদি সামরিক জোট পশ্চিমা অস্ত্র ও গোয়েন্দা তথ্যের ওপর অনেকাংশেই নির্ভরশীল। এ যুদ্ধ ইতোমধ্যে ইয়েমেনের ১০ হাজারেরও বেশি লোকের প্রাণ কেড়ে নিয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন