আবারও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হচ্ছেন শামসুল হক টুকু
আবারও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হচ্ছেন এড. শামসুল হক টুকু। দ্বাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ তাকে নতুন সংসদের ডেপুটি স্পিকার হিসেবে মনোনীত করেছে।
বুধবার (১০ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদের আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় তাকে ডেপুটি স্পিকার হিসেবে মনোনীত করা হয়। জাতীয় সংসদের ৯ম তলায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শেখ হাসিনা।
সংসদীয় দলের সভা শেষে আওয়ামী লীগের সংসদ সদস্য তানভীর শাকিল জয় সাংবাদিকদের এ কথা জানান। শামসুল হক টুকু এর আগে একাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ছিলেন।
একই সভায় জাতীয় সংসদের স্পিকার হিসেবে ড. শিরীন শারমীন চৌধুরীকে মনোনীত করে দ্বাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ।
দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার হিসেবে ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার হিসেবে এড. শামসুল হক টুকু আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন