আবারও ধস চৌহালীর সেই বাঁধে
শত কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সিরাজগঞ্জের চৌহালী উপজেলা রক্ষায় যমুনা নদী তীর সংরক্ষণে বাঁধে আবারও ধস দেখা দিয়েছে। এ নিয়ে গত তিন মাসের ব্যবধানে বাঁধটির বিভিন্ন পয়েন্টে মোট ১২ বারের মত ধস ও ভাঙন দেখা দিয়েছে। এতে ওই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সোমবার দুপুর ১টার দিকে খাস কাউলিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিম পাশে বাঁধটির অন্তত ২৫ মিটার এলাকা ধসে যায়।
জানা যায়, ২০১৫ সালে যমুনা নদীর ভাঙন থেকে টাঙ্গাইল সদর, নাগরপুর ও সিরাজগঞ্জের চৌহালী রক্ষায় ১০৯ কোটি টাকা ব্যয়ে ৭ কিলোমিটার নদী তীর সংরক্ষণ কাজ শুরু হয়। ইতোমধ্যে এ প্রকল্পের প্রায় ৯৫ ভাগ কাজ শেষ হয়েছে। এর মধ্যে ১১ দফায় এ প্রকল্পের বিভিন্ন পয়েন্টে ধসে প্রায় এক কিলোমিটার এলাকা ধসে যায়। সর্বশেষ সোমবার দুপুর থেকে স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় ১২ বারের মত ধস শুরু হয়। ধীরে ধীরে বাঁধের ২৫ মিটার এলাকা ধসে যায়।
টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের কার্য সহকারী নুরুল আমিন জানান, ধসের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বালুভর্তি জিওব্যাগ ডাম্পিং শুরু করেছি। ইতিমধ্যে ধস বন্ধ হয়ে গেছে। এ নিয়ে আতঙ্কের কিছু নেই।
চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদেকুর রহমান টাঙ্গাইল পাউবোর নির্বাহী প্রকৌশলীর বরাত দিয়ে জানান, নির্মাণাধীন বাঁধের নকশায় ত্রুটি থাকার কারণেই বার বার বাঁধে ধস নামছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন