আবারও পাথর কোয়ারিতে চাপা পড়ল ৩ শ্রমিক
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরফিন টিলার পাথর কোয়ারিতে মাটিচাপায় তিন শ্রমিক নিহত হয়েছেন। এঁদের মধ্যে দুই শ্রমিকের লাশ গতকাল বুধবার মধ্যরাতে উদ্ধার করা হয়েছে।
এঁরা হলেন জাহির মিয়া ও আফাজ মিয়া। এর আগে গতকাল বুধবার দুপুরে একই ঘটনায় কাছা মিয়া নামের আরো এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছিল।
মাটিচাপায় আহত হন আবদুল গনি (৫৫) নামের এক শ্রমিক। তাঁকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গতকাল বুধবার দুপুর ১২টার দিকে শাহ আরফিন টিলা পাথর কোয়ারিতে টাস্কফোর্সের অভিযান চলছিল। এ সময় সেখানে গর্ত ধসের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান কাছা মিয়া। তবে নিখোঁজ ছিলেন জাহির ও আফাজ। আজ তাঁদেরই লাশ উদ্ধার করা হলো।
কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) দিলীপ কান্ত নাথ জানান, গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত গর্তের মাটি সরিয়ে জাহির ও আফাজের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ নিয়ে অবৈধ ও ঝুঁকিপূর্ণ উপায়ে পাথর তোলার কারণে গত দুমাসে নিহত শ্রমিকের সংখ্যা দাঁড়াল ২৫ জনে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন