আবারও বিক্রি হচ্ছে টাইম ম্যাগাজিন

আবারও হাত বদল হচ্ছে টাইম ম্যাগাজিন। প্রায় আট মাস আগে মার্কিন মিডিয়া কোম্পানি মেরেডিথ কর্পোরেশনের কাছে বিক্রি হয়েছিল প্রভাবশালী এই সাপ্তাহিক ম্যাগাজিনটি। কয়েক মাসের ব্যবধানেই এটির মালিকানায় পরিবর্তন আসছে।

সেলসফোর্সের সহ-প্রতিষ্ঠাতা মার্ক বেনিয়ফ এবং তার স্ত্রী লিন ব্যক্তিগতভাবে ১৯ কোটি ডলারে টাইম ম্যাগাজিন কিনে নিচ্ছেন। এক বিবৃতিতে মেরেডিথ কর্পোরেশন থেকে জানানো হয়, মার্ক বেনিঅফ এবং তার স্ত্রী টাইম ম্যাগাজিনের দৈনন্দিন কর্মকাণ্ড বা সাংবাদিকতার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখবেন না।

এক মাসের মধ্যেই নতুন মালিকের মালিকানায় চলে যাবে টাইম ম্যাগাজিন। ক্লাউড কম্পিউটিং ফার্ম সেলসফোর্সের চেয়ারম্যান, সহ-প্রধান নির্বাহী এবং সহ-প্রতিষ্ঠাতা বেনিয়ফ। তিনি জানিয়েছেন, তিনি এবং তার স্ত্রী এই প্রতিষ্ঠানকে (টাইম ম্যাগাজিন) গভীরভাবে সম্মান করেন। কারণ এটি একটি আইকনিক ব্র্যান্ড।

এক টুইট বার্তায় তিনি বলেন, টাইম ম্যাগাজিনের মূল শক্তি হচ্ছে মানুষকে অসাধারণ গল্প বলার কৌশল এবং এটি সেসব বিষয় নিয়েই কাজ করে যা আমাদের প্রভাবিত এবং যুক্ত করে।