আবারও ভয়ঙ্কর থাবা বসাল করোনা, একদিনে কেড়ে নিল প্রায় ১৩ হাজার প্রাণ
আবারও ভয়ঙ্কর থাবা বসাল প্রাণঘাতী করোনাভাইরাস। গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে ফের প্রায় ১৩ হাজার প্রাণ কেড়ে নিল এই ভাইরাস। এ নিয়ে ভাইরাসটিতে মোট প্রাণহানি ছাড়াল ১৭ লাখ ২২ হাজার।
এই সময়ে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে পৌনে ৬ লাখ।
এতে মোট আক্রান্তের সংখ্যা ৭ কোটি ৮৩ লাখ।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রে ২৮শ’র বেশি প্রাণহানির ফলে, মৃতের সংখ্যা ৩ লাখ ৩০ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত ১ কোটি সাড়ে ৮৬ লাখ মানুষ। সাড়ে ৯শ’র বেশি মৃত্যুতে, ব্রাজিলে প্রাণহানি ১ লাখ ৮৮ হাজার ছাড়াল। দিনের তৃতীয় সর্বোচ্চ, সাড়ে ৯শ’ মৃত্যু রেকর্ড করেছে জার্মানিও। দৈনিক প্রাণহানি সাড়ে ৬শ’থেকে ৭শ’ ছিল ইতালি ও যুক্তরাজ্যে। ৫শ’থেকে সাড়ে ৫শ’ মৃত্যু দেখেছে ফ্রান্স, রাশিয়া। প্রাণহানি ৩ শতাধিক ছিল পোল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিকায়।
মহামারীতে মৃত্যুর দিক থেকে তৃতীয় শীর্ষ দেশ ভারত। দেশটিতে এ পর্যন্ত প্রাণহানি ১ লাখ ৪৭ হাজারের মতো। মেক্সিকোতে এ সংখ্যা ১ লাখ ১৯ হাজার ছাড়িয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন