আবারো পুড়লো বেরোবির বাগান : পাঁচ শিক্ষার্থী আটক
বেরোবি প্রতিনিধি: এ মাসের বেশ কিছুদিন অতিক্রম হতে না হতে দ্বিতীয় দফায় এবার বহিরাগতদের সিগারেটের আগুনে পুড়ল রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ওষুধি বাগান। মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন বাগানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে বাগানের মূল্যবান বনজ, ফলদ ও ওষুধি গাছ পুড়ে গেছে।
এদিকে এ ঘটনায় রংপুরের চারটি কলেজের পাঁচ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
আটকরা হচ্ছে- রংপুর কারমাইকেল কলেজের ছাত্র নাইমুর রহমান, রংপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের ছাত্র রাকিবুল হাসান, রংপুর ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের ছাত্র আসাদুজ্জামান ও তাহসিন আহমেদ, রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের ছাত্র আশিকুর রহমান। তারা সবাই দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
প্রক্টর দপ্তর ও পুলিশ সূত্র জানায়, সিগারেট থেকে এই আগুনের সূত্রপাত ঘটেছে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ বন্ধে প্রশাসনের কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ না করায় মাদক সেবনের অন্যতম আড্ডাস্থলে পরিণত হয়েছে বিশ্ববিদ্যালয়। জীববৈচিত্র্য আগুনে পুড়িয়ে ধ্বংসের পাঁয়তারায় নেমেছে এসব বহিরাগতরা। ফলে ক্যাম্পাসের সুষ্ঠু, সুন্দর, প্রাকৃতিক পরিবেশ ধ্বংসের মুখে পড়েছে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুহা. শামসুজ্জান বলেন, আটক শিক্ষার্থীদের পুলিশে সোপর্দ করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন