আবার শীর্ষস্থান ফিরে পেলেন কোহলি
আইসিসির ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে আবার শীর্ষে উঠেছেন বিরাট কোহলি। এই কিছুদিন আগে হারানো শীর্ষস্থান ফিরে পেয়ে নিজেকে নিয়ে গেছেন নতুন এক উচ্চতায়, ভারতের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি রেটিং পয়েন্ট পেয়েছেন।
কোহলির রেটিং পয়েন্ট এখন ৮৮৯। ১৯৯৮ সালে নয় সেঞ্চুরিতে ১ হাজার ৮৯৪ রান করেছিলেন শচীন টেন্ডুলকার। সেবার তার রেটিং পয়েন্ট হয়েছিল ৮৮৭। এবার এই কিংবদন্তি ব্যাটসম্যানকে ছাড়িয়ে গেছেন বর্তমান ভারতীয় অধিনায়ক।
তা ছাড়া এ বছর ছয় সেঞ্চুরিতে তাঁর মোট রান ১ হাজার ৪৬০। এক মৌসুমে অধিনায়ক হিসেবে এটি সবচেয়ে বেশি সেঞ্চুরি ও রানের রেকর্ড।
ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে এক ধাপ পিছিয়ে ১৯তম স্থানে নেমেছেন বাংলাদেশি ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ওয়ানডে বোলারদের র্যাংকিংয়েও পিছিয়েছেন সাকিব আল হাসান। তিনি এখন ২০তম স্থানে।
ওয়ানডে অলরাউন্ডারদের র্যাংকিংয়ে মোহাম্মদ হাফিজ শীর্ষে। আর সাকিব দ্বিতীয় স্থানে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন