আবেগতাড়িত হয়ে কথা বললে হবে না : নাসিম
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আবেগতাড়িত হয়ে কথা বললে হবে না। অতীতের ও বর্তমান সরকারের মধ্যে তুলনা করে কথা বলতে হবে। দেশ ও দেশের মানুষ যখন নানা ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছিল, তা থেকে দেশকে কোথায় নিয়ে এসেছে আওয়ামী লীগ সরকার, এসব বিবেচনায় আনুন।
আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘আওয়ামী লীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী : বঙ্গবন্ধু থেকে জননেত্রী শেখ হাসিনা’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, জনগণকে বলব- এসব বিবেচনা করে ভোট দিন। ভেবে দেখুন, দেশ পরিচালনায় শেখ হাসিনা নেতৃত্বাধীনের বিকল্প নেই।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপি আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করলে কঠোরভাবে দমন করা হবে। কারণ, জনগণ আন্দোলন চায় না, ভোটের মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে চায়।
দেশের জন্য আওয়ামী লীগের গুরুত্ব তুলে ধরে নাসিম বলেন, আওয়ামী লীগ প্রতিষ্ঠিত না হলে বাংলাদেশ প্রতিষ্ঠিত হতো না। এটা কোনো আবেগের কথা না, ঐতিহাসিক সত্য। তিনি বলেন, ‘৬৯ বছরে আওয়ামী লীগ, আমারও বয়স ৬৯; ফলে দুটো মিলে একাকার হয়ে গেছে। আমাদের রক্তে-রন্ধ্রে আওয়ামী লীগ। আমৃত্যু তাই থাকবে।’
এ সময় আওয়ামী লীগের প্রয়াত নেতাসহ জাতীয় চার নেতাকে স্মরণ করেন স্বাস্থ্যমন্ত্রী নাসিম।
অনুষ্ঠানে সভপতিত্ব করেন অভিনেতা এ টি এম শামসুজ্জামান। অন্যদের মধ্যে বক্তব্য দেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, অধ্যাপক আবদুল মান্নান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল হাসান খান, নাট্যব্যক্তিত্ব পীযূষ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। স্বাগত বক্তব্য দেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন