আমন ধান ঘরে উঠার আগেই বৈরি আবহাওয়া : ক্ষতির আশঙ্কায় কৃষকরা
সরদার কালাম : সারা দেশের ন্যয় কলারোয়া উপজেলার প্রতিটি এলাকা জুড়ে আমন ধান কাটার প্রস্তুতি চলছে! অনেকেই আমন ধান কাটছেন , কেটে অনেকেই শেষ করে বাড়ি আনতে ব্যস্ত সময় পার করছেন ।
তারই ভিতরে দেখা দিলো বৈরি আবহাওয়ায় গুটি গুটি বৃষ্টি!দেশের প্রায় অঞ্চলে মুসলধারে বৃষ্টিপাতের ন্যায়, কলারোয়া উপজেলাসহ দেয়াড়া ইউনিয়ানের বিভিন্ন এলাকা জুড়ে, গত কয়েক দিন ধরে গুটি গুটি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। আজ সকাল থেকে মৃদু শীত বইলেও কখনও আবার ভ্যাপসা গরমও পড়ছে।মেঘে ঢাকা রয়েছে আকাশ। প্রকৃতির মাঝে এক ধরনের গুমোটভাব বিরাজ করছে। এর ফলে কৃষকদের মাঝে দেখা দিয়েছে এক ধরনের অাতংক। তাদের ক্ষেতভরা ধান কয়দিন পরে কাটার কথা, কেউবা কেটে ফেলে রেখেছেন খোলা আকাশের নিচে দিগন্ত মাঠ জুড়ে । এসময় মাঝারি আকারের -বৃষ্টি পাত ও বড় ধরনের ঝড়ো-হাওয়া কিংবা দুর্যোগপূর্ণ আবহাওয়ায়, আমন ফসলের বড় ধরনের ক্ষতির শঙ্কা দেখা দিয়েছে কৃষকের মাঝে । পোকার আক্রমণও দেখা দিতে পারে বলে মনে করছেন সকল চাষিরা ।এবং আমন ধানের বিচুলীসহ ধানের গুটি গুটি বৃষ্টি লাগাতে, বিচুলী পচন ও ভালো দাম পাওয়া যাবে না বলে মনে করছেন সকল চাষিরা। গ্রামাঞ্চলে যে বিচুলুর বর্তমান মুল্য পুরাতন বিচুলী ৩০০ টাকা ও নতুন বিচুলী ২৫০ টাকা পৌন অর্থাৎ, পুরাতন বিচুলী ৪৮০০ টাকা এবং নতুন বিচুলী ৪০০০ টাকা কাউন, (আঞ্চলিক ভাষা অনুপাতে)। যেটা বর্তমান অর্থবহক পশু গরু পালন করতে ও গরুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়! কৃষকের একটা অর্থও উঠে আসে ঐ বিচুলী থেকে।
বৈরী আবহাওয়ার কারণে গুটি গুটি বৃষ্টিতে শ্রমজীবী মানুষের ভোগান্তি বেড়েছে।
সেই সাথে চাষিরা ক্ষতির কবলে পড়েছেন। নভেম্বর মাসের এমন বৈরি আবহাওয়ায় বিভিন্ন অঞ্চলের জনপদের মানুষের মধ্যে, এবং আমন চাষী কৃষকের মধ্যে এক ধরনের আতঙ্ক আর উৎকন্ঠা বিরাজ করছে।
আবহাওয়ার সুত্রে জানা যায় ,সমুদ্রের উপকূল অঞ্চলে এক নম্বর সতর্ক সঙ্কেত দেখানো হয়েছে।এতে উপকূল ও প্রতিকূল অঞ্চলে প্রতিটি মানুষের মাঝে ক্ষতির শঙ্কা বিরাজ করছে।
কলারোয়া দেয়াড়ার একাধিক কৃষকেরা বলেন, এই বৈরি আবহাওয়ায় তাদের আমন ধানের সকল কাজ কর্মের বা ফসল ঘরে উঠাতে বেশ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন