আমরা তো ইলিশের গন্ধই পাই না : প্রধান বিচারপতি
নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের এক আবেদনের শুনানিকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ‘আমরা তো ইলিশের গন্ধই পাই না।’
মোবাইল কোর্ট সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত রাখার বিষয়ে বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৬ সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এ মন্তব্য করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আদালতে আরো উপস্থিত ছিলেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার হাসান এমএস আজিম।
শুনানিকালে মোবাইল কোর্টের প্রয়োজনীয়তা সম্পর্কে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘এখনো কারেন্ট জাল দিয়ে মাছ ধরা হয়।’
উত্তরে প্রধান বিচারপতি বলেন, ‘আমরা তো কারেন্ট জাল দিয়ে ইলিশ মাছ ধরা বন্ধ করে দিয়েছি।’
এরপর অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমার বাড়ি পদ্মার পাড়ে, আমি তো দেখি এখনো কারেন্ট জাল দিয়ে মাছ ধরা হয়।’
পরে প্রধান বিচারপতি বলেন, ‘তাই? আপনার বাড়ি পদ্মার পাড়ে, তাই আপনি ইলিশ দেখেন। আমরা তো ইলিশের গন্ধই পাই না।’
এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় আরো দুই সপ্তাহের জন্য স্থগিত করেন আপিল বিভাগ। ফলে এ সময় পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
এর আগে ১১ মে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সংক্রান্ত ২০০৯ সালের আইনের ১১টি ধারা ও উপধারাকে অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করেন হাইকোর্ট। একইসঙ্গে এ আইনে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাও অবৈধ ঘোষণা করা হয়।
এরপর ২১ মে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় ১৬ আগস্ট পর্যন্ত স্থগিত করেন আপিল বিভাগ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন