আমরা সঠিক পথেই আছি : সাকিব
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে নিজের ব্যক্তিগত পারফরম্যান্সে সন্তুষ্ট নন সাকিব আল হাসান। সন্তুষ্ট নন দলের পারফরম্যান্সেও। ইংল্যান্ড ও ভারতের বিপক্ষে বাজেভাবে হার মানতে পারছেন না সাকিব!
পাশাপাশি অস্ট্রেলিয়ার বিপক্ষে বাজে ফলও নাড়া দিয়েছে সাকিবকে। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়কে ইতিবাচক হিসেবে দেখেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। মাঠের পাফরম্যান্সে সাকিব সন্তুষ্ট না হলেও যে প্রক্রিয়ায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সেই প্রক্রিয়ায় সন্তুষ্ট সাকিব।
ভারতের বিপক্ষে ম্যাচ শেষে মিক্সড জোনে নিজেদের পারফরম্যান্স নিয়ে সাকিব বলেছেন,‘টুর্নামেন্টে সব মিলিয়ে আমরা যে খুব ভালো করতে পেরেছি, তা বলব না। চার ম্যাচের দুটিতেই সহজে হেরে গেছি। শুধু নিউজিল্যান্ডের বিপক্ষেই ভালো খেলেছি। সেটাও খুব ভালো খেলিনি। শুধু ম্যাচটি জিতেছি। ইংল্যান্ড ও ভারতের কাছে হেরেছি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো করতে পারিনি। আমাদের আরও অনেক জায়গায় উন্নতি করতে হবে।’
সেমিফাইনালে ভারতের বিপক্ষে ভালো অবস্থানে ছিল বাংলাদেশ। কিন্তু দ্রুত সময়ে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি টাইগাররা। ভারতের বিপক্ষে হারের জন্য বাজে ব্যাটিংকে দুষছেন সাকিব,‘আজকের উইকেটে যেখানে ৩২০-৩৩০ রান হওয়া উচিত ছিল। আমরা ৭০-৮০ রান কম করেছি। তামিম ও মুশফিকের জুটি আরও ১০ ওভার ব্যাটিং করতে পারত। দুজনেরেই একশ হত। তাহলে দলের রান ৩৩০-৩৪০ রানও হতে পারত। বড় দলগুলো প্রতিপক্ষকে সুযোগ দেয় না। ক্রিকেট যেদিন যে খেলবে, তাকেই দায়িত্ব নিতে হবে। বড় দলের সঙ্গে জিততে হলে আরও কিছু করতে হবে। আমাদেরকে এখনো এগুলো শিখতে হবে। তবে আমরা সঠিক পথেই আছি। ছোটখাটো ভুলগুলোকে শুধরে নিতে পারলে আমরা আরও বড় জায়গায় খেলতে পারব।’
নিজের পারফরম্যান্স নিয়ে সাকিবের ভাষ্য,‘ব্যাটিং-বোলিং দুটোই আরও ভালো হতে পারত। উইকেট পাওয়া ভাগ্যের ব্যাপার। আমার কাছে মনে হচ্ছে না যে খুব খারাপ বোলিং করেছি। আমার মনে হয় সবই ঠিক আছে।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন