আমাদের পরমাণু সম্পদ পুরোপুরি নিরাপদ : পাকিস্তান
নিজেদের সামরিক বাহিনীকে শক্তিশালী করতে অনেক দিন ধরেই কাজ করে যাচ্ছে পাকিস্তান। পরমাণু ক্ষেপণাস্ত্র তৈরির কাজও বেশ দ্রুতই চলছে। আর তারই জের ধরে ওয়াশিংটন ডিসি’র হেরিটেজ ফাউন্ডেশন আয়োজিত এক আলোচনায় পাকিস্তানের এক কর্মকর্তা জানালেন, দেশটির পরমাণু সম্পদ পুরোপুরি নিরাপদ।
এ ব্যাপারে তিনি বলেন, তার দেশের পরমাণু সম্পদের পরিচালনা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা বা কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেমের পাশাপাশি পরমাণু নিরাপত্তা ব্যবস্থা বিশাল এবং আন্তর্জাতিক মানসম্পন্ন। এ ছাড়া, পাকিস্তান আঞ্চলিক দেশগুলোকে পরমাণু নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ দিচ্ছে বলেও জানান তিনি।
এসময় পাকিস্তান সরকারে এই কর্মকর্তা আরও বলেন, পাকিস্তানের পরমাণু নিরাপত্তা সংক্রান্ত সেন্টার ফর এক্সিলেন্সে এই প্রশিক্ষণ দেওয়া হয়।
পাকিস্তানের অর্থনীতি নিয়ে আলোচনাকে কেন্দ্র করে এই সব কথা বলেন তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন