‘আমাদের লড়াইটা ফুটবলের জন্যই ভালো’
ব্যালন ডিঅর যেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বাপ-দাদার সম্পত্তিতে পরিণত হয়েছে। একবার খুদে জাদুকর, তো আরেকবার সিআর সেভেন। গত এক দশকে কেউ তাতে ভাগ বসাতে পারছেন না।
ফুটবলের সবচেয়ে মর্যাদার পুরস্কারটি জেতার দৌড়ে দুজনের লড়াই খেলাটির জন্যই মঙ্গলজনক হয়েছে বলে মনে করছেন পর্তুগিজ উইঙ্গার।
সবশেষ ব্যালন ডিঅর জিতেছেন রোনাল্ডো। এ নিয়ে মেসিকে ধরে ফেলেছেন তিনি। দুজনই এটি শোকেসে ভরলেন সমান পাঁচবার করে। তবে পুরস্কারটির ওপর দুজনের আধিপত্য নিয়ে এতদিন মুখ খোলেননি রিয়াল সুপারস্টার।
অবশেষে জানালেন, ‘ব্যালন ডিঅরের ওপর ১০ বছর ধরে আমাদের আধিপত্য ফুটবলের জন্যই ভালো হয়েছে।’
রোনাল্ডো বলেন, ‘আমি কখনও কল্পনা করিনি পাঁচবার ব্যালন ডিঅর জিতব। তবে আমি তাই জিতেছি। এটি ফুটবলের জন্যই ভালো হয়েছে। যদিও গোটা এক দশক আমি ও মেসি তা ভাগাভাগি করে নিয়েছি।’
সেই ২০০৮ সাল থেকে সম্মানজনক ব্যালন ডিঅর জিতে আসছেন মেসি-রোনাল্ডো। ২০০৭ সালে তা সবশেষ বগলদাবা করেন সাবেক ব্রাজিলিয়ান ফুটবল সেনসেশন কাকা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন