আমার অধীনে কেউ দুর্নীতি করতে পারবে না : গণপূর্তমন্ত্রী
নিজ মন্ত্রণালয়ের অধীন সব কর্মকর্তা-কর্মচারীর উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চরণ করে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, হয় দুর্নীতিবাজরা থাকবে, না হয় আমি থাকবো।
তিনি বলেন, প্রধানমন্ত্রী দুর্নীতির ওপর জিরো টলারেন্স। দুর্নীতি দূর করতে তিনি সরকার গঠন করেছেন। সে সরকারের আমি একজন মন্ত্রী। আমার অধীনে কেউ দুর্নীতি করতে পারবে না।
রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে এক সাংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. রাশিদুলের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আখতার হোসেন।
মন্ত্রী বলেন, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ও রাজউকের বেশকিছু কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে শিগগির ব্যবস্থা নেয়া হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন