আমার অফিসেও অগ্নিনিরাপত্তা নেই : মেয়র আতিক
নিজের অফিসেও যে অগ্নিনিরাপত্তা নেই সেটা অকপটে স্বীকার করলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল হক। তবে এখন আরও বেশি সতর্ক হয়ে রাজধানীর সব ভবনে অগ্নিনিরাপত্তা জোরদার করার তাগিদ দিয়েছেন তিনি। উত্তর সিটি করপোরেশন সেই কাজ শুরু করেছে বলেও জানান মেয়র।
মঙ্গলবার দুপুরে ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ডুরা) আয়োজিত ‘অগ্নিঝুঁকিতে রাজধানী: সিটি করপোরেশনের ভূমিকা ও নাগরিকদের করণীয়’ শীর্ষক এক মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর গুলশানে ঢাকা ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত যেসব ভবন ঝুঁকিপূর্ণ আছে সে বিষয়ে কোনো পদক্ষেপ নেবেন কি না সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আমি যে ভবনে অফিস করি সেখানে দেখলাম সাইরেন বলে কিছুই নেই, এটাই বাস্তবতা। এই বাস্তবতা স্বীকার করতে হবে।’
এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘ভবন নিরাপত্তা ও অগ্নিনিরাপত্তা সম্পর্কে অভিযোগ জানাতে নগরবাসীর জন্য অভিযোগ বক্স ও ফোন নম্বর চালু করা হবে। এছাড়া একটা নগর অ্যাপও তৈরি করা হচ্ছে। যার মাধ্যমে যে কেউ ভবনের ত্রুটিসহ বিভিন্ন অনিয়ম তুলে ধরতে পারবে। সেখানে অভিযোগকারীর পরিচয় গোপন করা হবে। এর ফলে আমরা সমস্যা জানতে পারবো। সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতে পারবো।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন