আমার আর নির্বাচন করার ইচ্ছে নেই : মুহিত
আমার আর নির্বাচন করার ইচ্ছে নেই। নির্বাচন করার বয়সও আমার নেই। আর যদি প্রধানমন্ত্রী নির্বাচন করতে নির্দেশ দেন তাহলে হয়তো নির্বাচন করতে পারি। বৃহস্পতিবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং বিভাগ আয়োজিত সভা শেষে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, আগামী ৩০ এপ্রিল থেকে প্রধানমন্ত্রী জাতীয় নির্বাচনের প্রচার শুরু করবেন। এর আগে তিনি আমাকে কী নির্দেশনা দেন সেটা থেকে আমার নির্বাচনে যাওয়া না যাওয়ার বিষয়টি স্পষ্ট করে বলা যাবে।
মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার আরেকবার ক্ষমতায় আসলে দেশের দারিদ্র্য আর থাকবে না। দেশে দরিদ্রতা যে ছিল, এটা ইতিহাস হয়ে থাকবে।
তবে এর আগেও অর্থমন্ত্রী এ ধরনের কথা বলেছেন। গত বছরের ১৭ জুলাই সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে অর্থনীতি বিটের কয়েকজন সাংবাদিকের সঙ্গে একান্ত আলোচনাকালে তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার কোনো ইচ্ছা নেই। তবে দল চাইলে প্রার্থী হতেও আপত্তি নেই বলে জানান তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তখন অর্থমন্ত্রী জানান, ব্যক্তিগতভাবে আগামী কোনো নির্বাচনেই অংশ নেওয়ার ইচ্ছা আমার নেই। তবে দলের প্রয়োজন হলে অবশ্যই অংশ নিতে হবে। যেহেতু আমি দল করি, সেহেতু দলের চাওয়া-পাওয়াকে অগ্রাধিকার দিতে হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন