আমার বল খেলতেই পারে না কোহলি : জুনায়েদ
ভারতের অধিনায়ক বিরাট কোহলি দুর্দান্ত ব্যাটসম্যান হলেও তাঁর দলের বিপক্ষে পুরোপুরিভাবেই ব্যর্থ- বলে মন্তব্য করলেন পাকিস্তানের বাঁ-হাতি বোলার জুনায়েদ খান। ভারতের বিপক্ষে খেলতে নামার আগে কথার যুদ্ধ শুরু করে দিয়েছেন জুনায়েদ। কোহলিকে চাপে ফেলতে তাকে চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন জুনায়েদ। বলেছেন, ‘আমার বিপক্ষে ভালো খেলতে পারেন না কোহলি। আমার বল খেলতেই পারে না ও। আমার বিপক্ষে সে ব্যর্থ। আগামী ম্যাচেও তার উইকেট আমি নেব। ‘
১ জুন থেকে শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির অষ্টম আসর। তবে ক্রিকেট বিশ্বের চোখ ৪ জুন, ভারত-পাকিস্তান ম্যাচের দিকে। টিকিট বিক্রির প্রক্রিয়া শুরুর চার দিনের মধ্যে ভারত-পাকিস্তান ম্যাচের সকল টিকিটই বিক্রি হয়ে যায়। শুধুমাত্র এবারই প্রথম নয়, সর্বদা এমনটাই হয়ে আসছে।
ক্রিকেট ভক্তরা যেখানে উত্তেজিত ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে, সেখানে খেলোয়াড়দের মধ্যেও উত্তেজনার কমতি নেই। কিন্তু বাকযুদ্ধে নামেননি তারা। তবে অবশেষে সেই যুদ্ধে নামলেন পাকিস্তানি পেসার জুনায়েদ। অতীত পরিসংখ্যানের উদাহরণ টেনে ভারতের অধিনায়ক কোহলি ব্যর্থ জুনায়েদের সামনে বলে জানালেন তিনি, ‘৪ ম্যাচের মধ্যে তিনবারই তাকে আমি আউট করেছি। ও অসাধারণ ব্যাটসম্যান। কিন্তু আমার বিপক্ষে সে সফল নয়, ব্যর্থ। ‘
ইংল্যান্ডের মাটিতেও তাকে খেলতে ব্যর্থ হবেন কোহলি এমন মন্তব্যও করেছেন জুনায়েদ, ‘আমি কোহলিকে বল করেছি তার সমর্থকদের সামনে। সেখানে সে আমার বিপক্ষে খেলতে পারেনি। আর এবার ইংল্যান্ডে তার বিপক্ষে খেলব, তাই এখানে কোনো সমস্যাই হওয়া উচিত নয়। কারণ এখানে পাকিস্তানের প্রচুর সমর্থক রয়েছে। তাই এবারও কোহলিকে শিকার করব। ‘
পুরনো স্মৃতি মনে করলেই কোহলি আত্মবিশ্বাস হারিয়ে ফেলবে বলে মনে করেন জুনায়েদ। এতে ভারত দলপতিকে আবারো শিকার করতে সুবিধা হবে বলে জানান তিনি, ‘যখন আমি তার সামনে আসি, আমি তাকে আগের কোহলি বলেই ভাবি। কিন্তু কোহলি আমাকে নিয়ে ভাববে, এই তো সেই জুনায়েদ, যে আমার উইকেট নিয়েছিল কয়েকবার। এটা মনে করলেই কোহলির মধ্যে রক্ষণাত্মক মানসিকতা আসবে। আমার উইকেট পেতে সুবিধা হবে। ‘
আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে কোহলির বিপক্ষে নিজের সাফল্য ধরে রাখতে চান জুনায়েদ, ‘কোহলি বিশ্বের সব মাঠে সকল বোলারদের চার-ছক্কা মেরেছে, অনেক রান করেছে। কিন্তু আমাকেই মারতে পারেনি। এটা আমার কাছে দারুণ এক ব্যাপার। চ্যাম্পিয়নস ট্রফিতে এই রেকর্ডটা ধরে রাখতে চাই। ‘
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন