আমার সব এজেন্টকে হুমকি দেয়া হচ্ছে : হিরো আলম
নির্বাচনী অফিস ভাঙচুর ও সমস্ত পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ করেছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। শনিবার গণমাধ্যম কর্মীদের কাছে এমন অভিযোগ করেন হিরো আলম।
হিরো আলম বলেন, আমার সমস্ত পোলিং এজেন্টদের হুমকি দেয়া হয়েছে তারা যেন কেন্দ্রে না যায়। আমাকে নির্বাচন থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু কোনো অপশক্তি আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না। যত আঘাত আসুক আমি মাঠে আছি, থাকব।
তিনি বলেন, জেলার নন্দীগ্রামের ৩ নং ভাদুরিয়া ইউনিয়নে আমার নির্বাচনী অফিস ভাঙচুর ও পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। এছাড়াও পাঁচটি ইউনিয়নের সমস্ত ভোটকেন্দ্রের সামনের পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। আমার এজেন্টদের হুমকি দেয়া হয়েছে। তারপরও আমি মাঠে আছি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন