আমিরাতের চলতি বছরের ছুটির তালিকা প্রকাশ
সংযুক্ত আরব আমিরাতে ২০১৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে সরকার। ওই তালিকা অনুসারে সরকারি কার্যালয়গুলো বছরজুড়ে অন্তত দুই সপ্তাহ বন্ধ থাকবে। এতে করে প্রত্যেক মাসেই বিশেষ দিনগুলোতে ছুটি থাকবে।
তালিকাটি ইসলাম ধর্মাবলম্বীদের বিশেষ অনুষ্ঠান নির্ধারণের জন্য সরকারি রেফারেন্স হিসেবে কাজ করে। তালিকা দেখে রমজান শুরু কিংবা ঈদ, হজ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দিবস উদযাপনের জন্য সে সম্পর্কে আগে থেকেই জানা যায়।
প্রকাশিত তালিকাটিতে সংযুক্ত আরব আমিরাতের ২০১৭ সালের সরকারি ছুটির বিবরণ রয়েছে। হিজরি পঞ্জিকা অনুসারে রমজান শুরু, হজ ও অন্যান্য পবিত্র দিন সম্পর্কে জানা যাবে। এটা নির্ধারণ করা হয়েছে চাঁদের ওপর নির্ভর করে।
খ্রিস্টাব্দ অনুসারে সকল কার্যক্রম পরিচালনা হলেও মুসলমানদের ধর্মীয় উৎসবগুলো পালন করা হয়ে থাকে চাঁদ দেখার ভিত্তিতে।
যেহেতু ২৭ মে রমজান শুরু হয়েছে। আর ঈদুল ফিতর পালিত হবে জুনের ২৫ তারিখ; সেক্ষেত্রে শ্রমিকরা পাঁচদিনের ছুটি পাবেন। ঈদুল ফিতরের তিনদিন এবং ঈদের আগের শুক্র ও শনিবার মিলে মোট পাঁচদিন।
ঈদুল আযহাতেও ছুটি থাকবে তিনদিন। সেপ্টেম্বরের ১ তারিখ শুক্রবার চাঁদ দেখার ভিত্তিতে ঈদুল আযহা পালিত হওয়ার কথা।
৩০ নভেম্বর বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে শহীদ দিবস এবং ঈদে মিলাদুন্নবী পালিত হবে। এ উপলক্ষে দেশটির শ্রমিকরা তিনদিন ছুটি কাটাতে পারবেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন