আমি ও আমার পরিবার ময়মনসিংহের গৌরীপুরবাসীর কাছে চিরকৃতজ্ঞ ও ঋণী- সোমনাথ সাহা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/06/Somnath-Saha-1-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
‘আমাকে যারা মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের কাছে আমি ও আমার পরিবার চির কৃতজ্ঞ ও ঋণী। আমি আপনাদের সেবক হিসেবে থাকতে চাই।’ গত বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে গৌরীপুর উপজেলা পরিষদ পাবলিক হলে আয়োজিত সুধী সমাবেশে এসব কথা বলেছেন গৌরীপুর থেকে নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান সোমনাথ সাহা।
এর আগে বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ জেলা পরিষদ ভাষা শহীদ আব্দুল জব্বার স্মৃতি মিলনায়তনে শপথ গ্রহণ করেন তিনি। শপথ বাক্য পাঠ করান ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।
সুধী সমাবেশে সোমনাথ সাহা সকলের সার্বিক সহযোগিতা, পরামর্শ ও মতামতের ভিত্তিতে এবং ঐক্যবদ্ধতায় গৌরীপুর উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রæতি ব্যক্ত করেছেন।
‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার দিক-নির্দেশনা মোতাবেক জনগণকে পাশে নিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে এলাকায় সকল উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করবেন বলেও তিনি জানান।
সুধী সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।
গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টির সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন আহাম্মদ, সাবেক পৌর মেয়র মোঃ শফিকুল ইসলাম হবি, জেলা পরিষদের সদস্য মুহাম্মদ গোলাম সামদানী খান সুমন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন।
উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েল, সহনাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহি দাস আচার্য্য, বোকাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন, ইউপি চেয়ারম্যান আল মুকতাদির শাহীন প্রমুখ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন