আমি গভীরভাবে দুঃখিত, ভাষা হারিয়ে ফেলেছি
যুক্তরাজ্যের ম্যানচেস্টারে একটি ইনডোর স্টেডিয়ামে মার্কিন পপ তারকা আরিয়ানা গ্রান্ডের কনসার্টে বিস্ফোরণে অন্তত ১৯ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অর্ধশতাধিক।
বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (২২ মে) রাত ১০টা ৩৫ মিনিটে কনসার্ট শেষ হওয়ার পরপরই এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে মনে করছে যুক্তরাজ্যের পুলিশ।
এদিকে ম্যানচেস্টারে কনসার্টে বিস্ফোরণের হামলার পর এক টুইট বার্তায় প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন সংগীতশিল্পী অ্যারিয়ানা গ্রান্ডে। তিনি জানান কনসার্টে বিস্ফোরণের পর ‘আমি ভাষা হারিয়ে ফেলেছি’। গতকাল সোমবার রাতে তাঁর কনসার্টেই ভয়াবহ বিস্ফোরণে ১৯ জন প্রাণ হারিয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক।
২৩ বছর বয়সী অ্যারিয়ানা টুইট বার্তায় বলেন, ‘আমি গভীরভাবে দুঃখিত। ভাষা হারিয়ে ফেলেছি।’ ঘটনার প্রায় পাঁচ ঘণ্টা পর এই টুইট করেন তিনি।
কোনো কোনো গণমাধ্যমে বলা হচ্ছে, এই ঘটনার পর অ্যারিয়ানা তাঁর ওয়ার্ল্ড ট্যুর স্থগিত করেছেন। যুক্তরাজ্যের পর আরও কয়েকটি দেশে কনসার্ট করার কথা ছিল অ্যারিয়ানার। সূত্র: এএফপি ও দ্য টেলিগ্রাফ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন