‘আমি নিজেকে ওতটা সস্তা ভাবি না যে ট্রফি দিয়ে বিচার করব’
বড় কোনো শিরোপা জেতার আক্ষেপটা দীর্ঘদিন বুকের মধ্যে বয়ে বেড়াচ্ছে, একটি ট্রফি খুব দরকার বাংলাদেশের। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার যে অর্জন, তাতে তার হাতেই দেশের ক্রিকেটের প্রথম বড় ট্রফিটা দেখতে চান ভক্ত-সমর্থকরা। তবে মাশরাফি ওসব নিয়ে পড়ে থাকার মানুষ নন। ভারতের বিপক্ষে ফাইনালের আগে বরাবরের মতো নির্লিপ্ত টাইগার অধিনায়ক। বললেন, এবারই ট্রফি জিততে না পারলেও কিছু যাবে আসবে না।
মাশরাফির সামনে সময় খুব কম। হয়তো ২০১৯ বিশ্বকাপের পরই অবসরে যাবেন। সেই হিসেবে বড় ট্রফি জেতার সুযোগ এই এশিয়া কাপ আর বিশ্বকাপেই। বিশ্বকাপ খুব কঠিন জায়গা। সেখানে ফাইনাল পর্যন্ত যাওয়া যাবে কি না, সেটিও ভীষণ অনিশ্চিত। তবে এশিয়া কাপে এ নিয়ে তৃতীয়বারের মতো ফাইনালে পা রেখেছে টাইগাররা। আগে দুইবার খালি হাতে ফিরলেও এবার সেই আক্ষেপ ঘুচানোর আশা।
অন্ততঃপক্ষে অধিনায়ক মাশরাফির জন্য হলেও একটি শিরোপা জেতা উচিত বাংলাদেশের। তবে সেটি না হলেই তার অর্জনের খাতা শূন্য হয়ে যাবে এমনটা মানতে নারাজ টাইগার দলপতি। তিনি বলেন, ‘প্রথমত, আমি নিজেকে ওতটা সস্তা ভাবি না যে শিরোপা দিয়ে নিজের ক্যারিয়ার বিচার করবো। দ্বিতীয়ত, আমি শুধু ট্রফির জন্য ক্রিকেট খেলি না।’
আজ যদি না-ও হয়, বাংলাদেশ একদিন ঠিকই শিরোপা জিতবে বিশ্বাস মাশরাফির। তিনি বলেন, ‘একটা পর্যায়ে গিয়ে ট্রফি জেতা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। আমি বিশ্বাস করি বাংলাদেশও একদিন শিরোপা জিতবে। শিরোপা জেতা দরকার কারণ তা আমাদের তরুণ প্রজন্মকে ক্রিকেটে আসতে অনুপ্রাণিত করবে। সেই ভাবনা থেকে আপনি বলতে পারেন, বাংলাদেশের একটা শিরোপা জেতা দরকার। কিন্তু তার মানে এই নয় যে সেটা কালই (শুক্রবার) জিততে হবে। ব্যক্তিগতভাবে কেউ যদি মাশরাফিকে শিরোপা দিয়ে যাচাই করেন সেটা তার ব্যাপার। কিন্তু আমি নিজেকে ওত সস্তা ভাবি না যে এটা দিয়ে নিজের যোগ্যতা বিচার করব।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন