আমি রাতের পর রাত কারিশ্মাকে কাঁদতে দেখেছি : কারিনা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/12/094302karishma-kareena_1-700x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বলিউডে বহু স্ট্রাগলের পরই নিজের জায়গা পাকা করতে পেরেছিলেন কারিশ্মা কাপুর। একবার একটা সাক্ষাৎকারে কারিশ্মা কাপুরের ছোট বোন কারিনা বলেছিলেন, কারিশ্মার স্ট্রাগলিং পিরিয়ডে উনি প্রায় রাতেই লুকিয়ে কারিশ্মাকে কাঁদতে দেখতেন।
কারিনা বলেন, আমার মনে হয় করিশ্মার অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত পরিবারের কেউ মেনে নেয়নি। পরিবারের কেউ ওকে সাপোর্ট করেনি। কেউ ভাবতেই পারে নি যে ও একদিন একজন সফল অভিনেত্রী হবে। একমাত্র আমাদের মা ওর পাশে থেকেছে। ওরা দুজনে একসঙ্গে স্ট্রাগল করেছে।
কারিনা আরও বলেন, আমি রাতের পর রাত আমার দিদিকে মায়ের সঙ্গে বসে কাঁদতে দেখেছি। কারিশ্মা মনোবল হারিয়ে ফেলতো। কাঁদতে কাঁদতে বলতো, মা আমি সফল হতে পারবো না। আমাকে অন্যরা সফল হতে দেবে না।
আমি একটা বড় ঘড়ির পিছনে লুকিয়ে লুকিয়ে দেখতাম ওদের। আমি অনেক কিছু দেখেছি। আমার মা আর দিদির সঙ্গে যা ঘটেছে‚ ওদের ভয়‚ দুঃখ‚ বহু কিছুর সাক্ষী আছি আমি। কারিশ্মাকে অনেক সংগ্রাম করতে হয়েছে। দিদির অবস্থা দেখে আমিও খুব দুঃখ পেতাম।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন