‘আমি সালমান খানকে বিয়ে করতে চাই’
বলিউডের ভাইজান সালমান খানকে বিয়ে করতে চান বলে জানিয়েছেন মডেলিং দুনিয়ার পরিচিত মুখ টালিগঞ্জের নবাগত নায়িকা রুক্ষ্মিণী মৈত্র।
টালিগঞ্জের পরিচালক রাজ চক্রবর্তীর ‘চ্যাম্প’ ছবির মধ্য দিয়ে কলকাতার সিনেমায় পা রাখেন রুক্ষ্মিণী।
রাজ চক্রবর্তীর ‘চ্যাম্প’ ছবিটিতে দেবের বিপরীতে অভিনয় করেছেন রুক্ষ্মিণী। বাস্তব জীবনে দেব-রুক্ষ্মিণীর মধ্যে বিশেষ সম্পর্কের গুঞ্জন রয়েছে।
মডেলিং দুনিয়ার পরিচিত মুখ রুক্ষ্মিণী টালিপাড়ায় যাত্রা শুরু দেবের হাত ধরেই।
আর মাত্র দুইদিন বাকি ‘চ্যাম্প’ ছবি রিলিজের। এরই মধ্যে দেবের সঙ্গে রুক্ষ্মিণী মৈত্রের সম্পর্ক ভালো যাচ্ছে না বলে গুঞ্জন উঠেছে।
সম্প্রতি সাউথ সিটিতে দেবের অফিসে রুক্ষ্মিণী এক সাক্ষাত্কারে অংশ নিয়ে বলেন, সালমান খানকে আমি বিয়ে করতে চাই। চ্যাম্প ছবিটা যদি কোনোমতে সালমানকে দেখানো যায় আর আমায় দেখে যদি উনি বিয়ের প্রস্তাব দেন… আমি সঙ্গে সঙ্গে চলে যাব সবকিছু ছেড়ে!
উল্লেখ্য, দেব- রুক্ষ্মিণীর ‘চ্যাম্প’ ছবির সঙ্গেই মুক্তি পাচ্ছে সালমান খানের টিউবলাইট। কিন্তু এ নিয়ে মোটেও চিন্তিত নন রুক্ষ্মিণী। বরং জানালেন, তিনি চ্যাম্পের আগে সালমানের টিউবলাইট দেখবেন!
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন