আমেরিকার আকাশে ড্রোন দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের
আমেরিকার আকাশে ব্যক্তিগত ড্রোন দেখলেই গুলি করে ধ্বংসের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি বিলে সইও করেছেন তিনি।
যদিও এরইমধ্যে বিলটি সমালোচনার মুখে পড়েছে। বিরোধীরা বলছেন, নতুন আইনের অপব্যবহারের জোরালো আশঙ্কা রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট গত শুক্রবার (৫ অক্টোবর) এ বিলে সই করেন। বিলটিতে সাতটি ধারা রয়েছে। যার মাধ্যমে মার্কিন বিমান চলাচল ব্যবস্থাকে আরও আধুনিক করা হবে। এর একটি ধারা হচ্ছে ব্যক্তিগত ড্রোন সংক্রান্ত যাতে বলা হয়েছে, কোনও ব্যক্তিগত বা কোনও বেসকারকারি ড্রোনকে হুমকি বলে মনে হলে তা গুলি করে ধ্বংস করা যাবে। এ জন্য কোনও পূর্ব ঘোষণা বা পরোয়ানার দরকার হবে না।
আগেই এ বিলের বিরোধিতা করেছে আমেরিকান সিভিল লিবারটিস ইউনিয়ন। সংগঠনটি বলছে, অনেক সময় সাংবাদিকরা কিংবা বড় বড় ব্যবসায়ী ড্রোন ব্যবহার করেন। এ গুলোর গায়ে লেখা থাকে না যে কোন ড্রোন কী কাজে ব্যবহার করা হচ্ছে। সেক্ষেত্রে বিনা অনুমতিতে বা কোনও পরোয়ানা ছাড়াই গুলি করার অনুমতি দেওয়া হলে এ আইনের মারাত্মক অপব্যবহার হতে পারে।
ক্যালিফোর্নিয়ার মানবাধিকার সংগঠন ইলেকট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশনও একই ধরনের কথা বলেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন